রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর রেল-ষ্টেশনের ওভার ব্রীজের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত: ৩ জন। আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হেেয়ছে। বুধবার ১ম প্রহর রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। বুধবার সকালে নিহত যাত্রীদের লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ ।
সান্তাহার জি,আর,পি থানা ও ষ্টেশন মাস্টার জানিয়েছেন, বুধবার ১ম প্রহর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নওগাঁর রাণীনগর ষ্টেশন অতিক্রম করছিল। এসময় ওই ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে ৭জন প্লাটফর্মের ওভার ব্রীজের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হামিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জাহাঙ্গির আলম (২০), নওগাঁ জেলার সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল হোসেন ওরফে বুলবূল (২৯), পঞ্চগড় জেলার বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহামুদ(২৬) এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মুনিরুজ্জামান (২০)। এছাড়া আহত ৩ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি। নিহতদের লাশের সুরতহাল প্রস্তুতকারী সান্তাহার জি,এর,পি থানার এস,আই ইমায়েদুল জাহেদী জানান,নিহতদের প্রত্যেকের মাথায় গুরুত্বও জখম হয়েছে। তারা সবাই ঢাকা থেকে বাড়ীতে ফিরছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছিল। এ বিষয়ে সান্তাহার ষ্টেশনের ষ্টেশন মাস্টার রেজাউল করিম বাদি হয়ে জি,আর,পি থানায় ইউ’ডি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply