রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাপায় তাসতিয়া (১৪) আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় ওই ছাত্রীর সাথে থাকা মমতাজ খাতুন (১৬) ও সুমি আক্তার (১৬) নামে আরো দু’বান্ধবী আহত হয়েছে। নিহত তাসতিয়া কামতা জগতপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহত মমতাজ কামতা গ্রামের হাসেম আলীর মেয়ে ও সুমি একই গ্রামের মকলেছর রহমানের মেয়ে। আহতদের আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আবাদপুকুর-আদমদীঘি রাস্তার বগাড়বাড়ী নামক বাজারের অদুরে।
স্থানীয় ও থানাপুলিশ সুত্রে জানাগেছে, তাসতিয়া, মমতাজ খাতুন এবং সুমি আক্তার বিকেল ৪টা নাগাদ বগার বাড়ী বাজারে প্রাইভেট পড়া শেষে হেটে বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় বিপরিদ দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে ধাক্কা দিয়ে গাছের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই তাসতিয়া চাপা অবস্থায় মারা যায় এবং মমতাজ ও সুমি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দু’জনকে উদ্ধার করে আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। এসময় ট্রাক্টর চালক পালিয়ে যায় । নিহত এবং আহতরা সবাই কামতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সেখানে দু’জন অফিসারকে পাঠানো হয়েছে। পরিস্থীতি অনুসারে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply