রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে হঠাৎ করেই দেখা দিয়েছে ধানের শীষ মরা রোগ । বিভিন্ন কোম্পানীর কিটনাশক ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছে না । ফলে ধানের ফলন নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা ।
জানাগেছে, চলতি ইরি/বোরো মৌসুমে রাণীনগর উপজেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। গত আমন মৌসুমে অনু খাদ্যের অভাবে শত শত হেক্টর জমির ধান লাল বর্ণ হয়ে মরে যায় । এতে কৃষকরা ব্যপক ক্ষতির মূখে পরেন। ক্ষতি কাটিয়ে উঠতে চলতি বোরো মৌসুমে কৃষকরা কোমড় বেধে মাঠে নামেন ধান রোপন করতে। শুরু থেকে আবহাওয়া অনুকুলে থাকায় রোগ বালায় মুক্ত ছিল ধানের গাছ। কিন্তু হঠাৎ করেই গত এক সপ্তাহ আগে থেকে বৈরি আবহাওয়ার কারনে উপজেলার বিভিন্ন এলাকায় কোথাও বøাষ্ট আবার কোথাও মাজরা পোকার আক্রমন আবার কোথাও ঝরের কারনে ধানের শীষ মরে যাচ্ছে । আগামী সপ্তাহে আগাম জাতের ধান কাটা শুরু হতে পারে এমনটায় বলছেন কৃষকরা। কিন্তু ধান লালবর্ণ হবার আগেই হঠাৎ করেই শেষ সময়ে ধানের শীষ মরা রোগ দেখা দেয়ায় চরম বিপাকে পরেছেন কৃষকরা। উপজেলার ভাটকৈ গ্রামের কৃষক সুর্দশন চন্দ্র,কালীগ্রামের আব্দুল লতিফ দপ্তরি,নারায়ন পাড়া গ্রামের রেজাউল ইসলাম, মরুপাড়া গ্রামের হেলাল উদ্দীন হেলু মন্ডলসহ কৃষকরা জানান,শুরু থেকে ধান ভাল থাকলেও হঠাৎ করেই গত এক সপ্তাহ ধরে ধানের শীষ মরা রোগ দেখা দিয়েছে। শীষ মরা রোধ করতে প্রতি বিঘায় চার থেকে পাঁচ বার কিটনাশক ওষুধ ছিটিয়েও কোন প্রতিকার মিলছেনা। ফলে ফলন বির্পযয় হতে পারে এমন আশংকায় দুশ্চিন্তায় রয়েছেন ।
এব্যাপারে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,আবহাওয়ার কারনে কিছু কিছু এলাকায় বøাষ্ট এবং মাজরা পোকার আক্রমনে ধানের শীষ মরে যাচ্ছে । এটা প্রতিরোধের জন্য কৃষকদের সচেতন করতে এলাকায় লিফলেট বিতরণ,সভা সেমিনার করা হচ্ছে । তবে এতে ফলন বির্পযয়ের কোন সম্ভবনা নেই বলে দাবি করেন তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply