হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের মলানাীদীঘি থেকে ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ২টি মূল্যবান পাথররের নারায়ন বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়। উপজেলা মৎস্য অফিস কর্তৃক ঐ দিঘী খনন কালে মলানাীদীঘি গুচ্ছগ্রামের সভাপতি মজিবর রহমানের সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি) সোহাগ চন্দ্র সাহা ও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলাম পুলিশের সহায়তায় মুর্তি দুটি উদ্ধার করেন। একটি মুর্তির উচ্চতা ৪ফুট, প্রস্থ ১.০৭ইঞ্চি, ওজন ১০৩ কেজি ৭০০ গ্রাম।
অপর মুর্তিটির উচ্চতা ১ফুট ৬ইঞ্চি, প্রস্থ ১ ফুট ওজন ১৩ কেজি ৪৫০ গ্রাম। এই সাথে একটি মুর্তির খন্ডাংশ পাওয়া যায় যার উচ্চতা ৬ইঞ্চি প্রস্থ ৫ইঞ্চি ওজন ১ কেজি ১৬০ গ্রাম। উদ্ধারকৃত মুর্তিগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণ করা হবে মর্মে সহ কমিশনার (ভুমি)
জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply