রাত পোহালেই জাক জমক ভাবে শ্বারদীয় দূর্গা উৎসব পলন করবে সনাতন ধর্মালম্বীরা। মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে পাঁচ দীন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই অনুষ্ঠান। কারিগরদের শেষ কাজের মধ্য দিয়ে ব্রাক্ষ¤œদের কাজ শুরু । কঠিন ব্যাস্ততা আলোকসজ্যা দিনভর প্রচেষ্টার মধ্যদিয়ে শুরু হবে আগৈলঝাড়া উপজেলা সহ প্রতের্ক ইউনিয়নের ১১২ টি মন্ডপের পূজা।
সরোজমিনে আগৈলঝাড়ার ঐচারমাঠ, মোল্লাপাড়া সহ কয়েকটি পূজা মন্ডবে দেখা যায় তরুন তরুদের প্রতিমা দেখার ভীড়। তবে তরুন ছাত্র কল্যান বলেন অন্যবারের চেয়ে এবার প্রর্তেক শ্রেণী মানুষের ভীড় দেখা যাচ্ছে পূজার আগে থেকেই পূজা মন্ডপে।
ঐচার মাঠ পূজা কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বলেন প্রতিবারের চেয়ে এবার খরচ অনেক বেশি। গ্রামের লোকদের অনুদানে ও সরকারি অনুদানের আশায় পূজা মন্ডপ জাক জমক ভাবে সাজানো হয়েছে।
পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে আগৈলঝাড়া থানার ইনচার্জ অফিসার বলেন আমরা সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং প্রত্যেক পূজা মন্ডপের জন্য টিম গঠন করেছি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply