শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

রাবি অফিসার সমিতি নির্বাচনে রাহী-রাব্বেল পরিষদের নিরঙ্কুশ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৩২ Time View

রাবি প্রতিনিধি:

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রাহী-রাব্বেল পরিষদের প্রর্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ১৯টি পদের মধ্যে আওয়ায়ীপন্থী প্যানেলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী হয়েছেন।অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত শেলী-মোক্তার পরিষদের ভরাডুবি হয়েছে।

শেলী-মুক্তার পরিষদ সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকসহ তিনটি সদস্য পদে বিজয়ী হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জুবেরি ভবনে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জিয়াউল আলম।

নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী একেএম নাজরুল ইসলাম শেলীকে পরাজিত করে ৩৮৯ ভোট পেয়ে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হন মুক্তাদির হোসেন রাহী।অপরদিকে বিএনপিপন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোক্তার হোসেনকে পরজিত করে আওয়ামীপন্থী প্যানেল থেকে ২৭০ ভোট পেয়ে রাব্বেল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান চঞ্চল পেয়েছেন ২৫৭ ভোট।

আওয়ামীপন্থী প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি ড. মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক সেলিনা খান সাথী, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. রাজু আহমেদ। এছাড়া সদস্য হিসেবে বিজয়ী হন গোলাম কাওসার, সামিউল ইসলাম রবিন, মকবুল হোসেন, আব্দুল্লাহ মাহমুদ হাসান, সারওয়ার হোসেন নান্নু ও সৈয়দ আরিফ হোসেন।

বিএনপিপন্থী প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ড. হাবিবা হায়দার লিচু।এছাড়া সদস্য হিসেবে বিজয়ী হন ড. মাসিহ্উল আলম হোসেন, আনোয়ারুল ইসলাম আনারুল ও ডা. শামীর হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়