এ.কে.আজাদ (জেলা প্রতনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর রামগঞ্জে গত ১৫ই আগস্ট এনজিও কর্মীকে গুলি করে টাকা চুরি মামলার প্রধান আসামী রাজুকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গতঃ ০৯ই এপ্রিল এনজিও এর মাঠকর্মী ইউনুছ কিস্তির টাকা উত্তোলন শেষে বাইসাইকেল যোগে ব্যাগভর্তী ৫৪,৫২০/-টাকা সহ অফিসে ফেরার পথে ৫/৭জন ছিনতাইকারী রাজারামপুর রাস্তায় তাহাকে গতিরোধ করিয়া তাহার পায়ে গুলি করিয়া টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে রাজু। পুলিশ অভিযান চালিয়ে ০২জন ছিনতাইকারীকে গ্রেফতার করে ৬,০৯০/-টাকা তাহাদের নিকট হইতে উদ্ধার করা হয়। তাহারা ঘটনার কথা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রধান করে। তাহাদের স্বীকারোক্তি মতে ঘটনার সহিত জড়িত প্রধান আসামী রাজু (২৮) কে ঢাকা হইতে গ্রেফতার করা হয়। এরপর রাজুর স্বীকারোক্তি মতে তাহার শ্বশুর বাড়ী পৈতপুর হইতে ০১টি রিভলবার ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানা পুলিশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply