বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা থানার রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠন ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান।
দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সেবা মূলক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তারা গরীব দুঃখীর সাহায্য-সহযোগিতায় চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সেবায় এবং মসজিদ মাদ্রাসায় ও স্কুল-কলেজে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং প্রতি বছর রোজা আসার পূর্বে তারা গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ বছর পূর্বের ন্যায় রোজার আগমন উপলক্ষে গরিব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠন। ইতিমধ্যে রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠন সকলের প্রশংসা কুড়িয়েছে। এবং রামনা বাসীর কাছে এক আস্থার নাম হয়ে উঠেছে রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠন।
এ সম্পর্কে সংগঠনের অন্যতম সদস্য (সালাম মীর) আমাদেরকে জানান, যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং তিনি আরও জানান সূদর ভবিষ্যতে তাদের এ সংগঠনের কার্যক্রম বৃহৎ আকারে পরিচালনা করবেন বলে তিনি জানান। তাই সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply