Amar Praner Bangladesh

রামপাল শিশুদের দুগ্ধজাত ও গোখাদ্য  বিতরণ

 

 

রামপাল-বাগেরহাট প্রতিনিধিঃ

 

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদে সকাল ১০ টায় মায়েদের মাঝে দুগ্ধজাত খাবার ও খামারিদের মাঝে গবাদি পশুর খাবার বিতরণ করা হয়।

এ সময় ৩৫ মায়ের মাঝে দুগ্ধজাত খাবার ও ৪৫ জন পশু খামারীর মাঝে গোখাদ্য  বিতরণ করা হয়। মায়েদের প্যাকেটজাত গুড়া দুধ ও পশু খামারীদের ১৫ কেজি ভূসি, ১৫ কেজি খৈল ও ১৫ কেজি কুড়া সরকারিভাবে সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, বিশেষ অতিথি ট্যাগ অফিসার ভাগীরথী বিশ্বাসসহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন।