শাহিন মামুন :
পৃথিবীর বুকে আজ শুধুই যুদ্ধ আর যুদ্ধ,
চারদিকে তার গুলি আর বোমার আওয়াজ।
অতপর জীবন যন্ত্রণায় বেঁচে থাকার তাগিদে
ভীটেমাটি ছেড়ে আশ্রয়ের খোঁজে
স্বদেশের স্মৃতি বুকে নিয়ে
অবিরাম ছুটে চলা লাশের পর লাশ মাড়িয়ে
অতপর বহু ক্রোশ পথ পেড়িয়ে,
প্রতিবেশী কোনো দেশের অনিশ্চিত ভবিষ্যতের তরে
রিফিউজি হয়ে শিশু সন্তান বুকে জড়ায়ে
রিফিউজি ক্যাম্পের তাবুতে।
জীবিত থেকেও জীবন যেন ওদের মৃত্যু থেকে বেঁচে যাওয়া
এক জীবন্ত লাশ।
তবুও ওরা বেঁচে থাকে আগামীর কোনো শান্ত পৃথিবীর আশায়।
পৃথিবীর বুকে আজ শুধুই যুদ্ধ আর যুদ্ধ,
চারদিক তার চিৎকার আর আর্তনাদ।
রিফিউজি ক্যাম্পের তাবুর ভিতর হতে যেনো
সদা বাতাসে ভেসে আসে ক্ষুধার্ত বৃদ্ধ আর শিশুর কান্না।
ক্ষুধার যন্ত্রণায় জীবন যেনো ওদের আর চলেনা
বৃদ্ধ আর শিশুর পেট যেনো ক্ষুধার যন্ত্রণায়
এক হয়ে আছে পিঠের সাথে।
অসহায় মা যেনো সয়ে রয় সব নিরবে শিশুর দিকে চেয়ে
রিফিউজি ক্যাম্পের ভিতর অসহায় মা বলো কার কাছে যাবে ছুটে
শিশুটির ভূখা পেটের আহারের খোঁজে?
পৃথিবীর বুক জুড়ে দেখি শুধু হাজারো মানবতাবাদীর মুখ
আর শুনতে পায় তাদের মানবতার বাণী প্রতিদিন-প্রতিরাত।
তবুও কেনো জীবন থেমে থাকে আহারের তরে
রিফিউজি ক্যাম্পের ভিতরে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply