রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেই আলোচিত কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমান বজলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুত্রবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। বজলুর রহমান রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।
বাচ্চু মিয়া বলেন, প্রায় সপ্তাহখানেক যাবৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বজলুর রহমান চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
উলেখ্য ইউপি সদস্য বজলুর রহমান বজলুকে গত বছরের ১৮ নভেম্বর বিকেলে র্যাব-১ এর অভিযানে চনপাড়ার পূর্বগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার হন বজলুর রহমান। ওইরাতেই র্যাব তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অভিযোগে তিনটি মামলা করে। এই তিন মামলার বাইরেও বজলুর রহমানের বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ২৩টি মামলা ছিল বলে তখন জানিয়েছিল র্যাব। গ্রেপ্তার হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন বজলুর রহমান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply