Amar Praner Bangladesh

রূপসার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিয়েছে উপজেলা প্রশাসন

 

 

মোল্লা জাহাঙ্গীর আলম, রুপসা প্রতিনিধি :

 

খুলনার রূপসায় অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে কৃষকদের অফসিজন তরমুজের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ১৭ই আগস্ট, সকাল সাড়ে ১০ টায়, উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হয়।

অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান।

বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদিবা শামস,
সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আজমল ফকির, মো. ইলিয়াস শেখ প্রমূখ। এ সময় রূপসার ৬০ জন কৃষক বীজ ও সার পেয়েছেন।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রতিনিধিদের নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজের চেক বিতরণ করা হয়।