রূপসা প্রতিনিধিঃ
রূপসার তালিমপুর গ্রামের মাহমুদ হাসান (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ইট ভাটায় শ্রমীকের কাজ করত।
পুলিশ ও পরিবার জানায়, উপজেলার নৈহাটি তালিমপুর গ্রামের বাদল শেখের ছেলে মাহমুদ গতকাল(২৯ নভেম্বর) রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। পরবর্তীতে বেলা ১১টার সময় মৃতের নানী ( জাহানারা বেগম) ডাকাডাকি করলে উক্ত মাহমুদ ঘরের দরজা না খুললে দরজা ভেংগে দেখে যে মাহমুদ ফ্যানের রডের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
মৃতের আত্নীয়- স্বজন জানান, মাহমুদ হাসান মানসিক ভাবে অসুস্থ ছিলো। রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মাহমুদ নানা আলম শেখের বাড়িতে পিতা,মাতা ও ভাইবোন নিয়ে বসবাস করতেন। সে ইটভাটায় শ্রমীকের কাজ করত।
থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ও অফিসার (তদন্ত) ইব্রাহিম সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, মাহমুদ বিবাহিত থাকলেও তার স্ত্রী তার কাছে থাকে না। তবে উক্ত যুবক আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply