রূপসা প্রতিনিধিঃ
উপকুলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর রূপসা উপজেলায় শুভ উদ্বোধন ৩জানুয়ারী বেলা ১১ টায় কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অায়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।
এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেরা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা অাফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন।
স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের চীপ কো-অডিনেটর রিশাদুল ইসলাম।
ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল এর পরিচালনায় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পল্লী, উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত তপু সাহা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফুল হক, সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য্য, শিক্ষক ফাল্গুনী মূখার্জী, এমদাদুল হক,মেজবা উদ্দিন সেলিম,আসাদুজ্জামান স্বপন,জাহিদ হাসান প্রমূখ।
অনুষ্ঠানে ৫৪০ জন নারীকে ১৫ দিনে ৬টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply