Amar Praner Bangladesh

রূপসায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

 

 

মোল্লা জাহাঙ্গীর আলম, রুপসা প্রতিনিধি :

 

খুলনার রূপসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি।

সোমবার ৮ই আগস্ট সকাল ১০ টায় রুপসা উপজেলা প্রশাসন আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা ,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান , উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস ,হিসাবরক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস।

রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত )সিরাজুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু ,ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, যুবলীগ নেতা এইচ এম রোকন প্রমূখ।