রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন আক্তার রবিবার সন্ধ্যায় পূর্ব রূপসা বাসস্ট্যান্ড, ব্যাংক মোড়ে মাস্ক পরিধান না করা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেন।
মাস্ক বিহীন যত্রতত্র চলাফেরা রাস্তায় – বাজারে, কাস্টমার,দোকানী,পথচারীদের মাস্ক বিহীন চলাচলের সময় ১০০/২০০/৫০০ টাকা জরিমানা করা হয়। হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় মোট মামলা ১২টি মামলা নিঃস্পত্তিসহ মোট ৭০৭০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন আক্তার বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।