Amar Praner Bangladesh

রূপসায় মামলা হামলার প্রতিবাদে যুবকের সংবাদ সম্মেলন

 

 

মোল্লা জাহাঙ্গীর আলম, রূপসা প্রতিনিধি :

 

রূপসায় মামলা ও হামলার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জুয়েল হাসান নামে এক যুবক।

এ সময় লিখিত বক্তৃতায় তিনি বলেন, গত ৪ জুলাই উপজেলার গুপীয়ার খালের মুখে রবের মোড়স্থ সুইস গেটের সামনে আলহাজ্ব শাহজাহান শেখ নামে এক ব‍্যক্তি জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট করে। এসময় তার মামা শামীম কে ও লাঞ্চিত করে।

পরবর্তীতে তার নামে রূপসা থানায় একটি মামলা দায়ের হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়ের বাগমারা মৌজার ২৩২ নং দাগের ০১ একর ২১ শতক জমির মধ্যে ২৩ শতক জমি তার নিজের নামে বিআরএস রেকর্ড করান।

এছাড়া রূপসা কলেজের সামনে সিএন্ডবির ক্যানেল লিজ না নিয়ে গত ১৫ বছর ধরে জবর দখল করে আসছেন। তিনি জাবুসা মৌজার সরকারি এসএ ৬২৫ নং দাগের বিআরএস ম্যাপের ১১৩১/৩২/৩৩ নং দাগের জমি নিজের নামে রেকর্ড করেন।

জেলা প্রশাসকের দপ্তর থেকে গুপিয়ার খাল লিজ নেন উলা মৎস্যজীবী সমিতির সভাপতি রনজিত মন্ডল। উক্ত খালটি তার বাড়ির নিকটবর্তী হওয়ায় তাকে দেখার দায়িত্ব দেন।