রূপসা প্রতিনিধিঃ
রূপসায় জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা ৫ জানুয়ারি সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি এবং রূপান্তরের যৌথ আয়োজনে ও ইউএসএআইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে) এ্যাকটিভের অর্থায়নে উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিনিয়র সহকারী জজ,জেলা লিগ্যাল এইড অফিসার প্রবীর কুমার দাস।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপান্তরের পিপিজে প্রকল্পের সমন্বয়কারী অনুপ কুমার রায় এবং উপজেলা লিগ্যাল এইডের ফিল্ড অফিসার পাপিয়া আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধূরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলী মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকর, তথ্য কর্মকর্তা দিলশানারা, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, সেকেন্দার আলী মোল্যা, ইউপি সদস্য রিনা পারভিন, তানজিলা বেগম, সরদার আব্দুর জব্বার, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী প্রমূখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply