মোল্লা জাহাঙ্গীর আলম, রূপসা প্রতিনিধি :
খুলনার রূপসায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে ৫ম শ্রেণীর ছাত্র ট্রাকের চাকায় পৃষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। সে রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের রহমত আলী সরদারের ছেলে, নাসির ইকবাল (১১), দক্ষিন খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
২৭শে জুলাই ২০২২ এর বুধবার বিকাল ৪টার দিকে সড়ক দূর্ঘটনায় মুত্যু হয়েছে।
ট্রাক ড্রাইভার ও থানা পুলিশ জানায়, রূপসার সামন্তসেনা গ্রামের নতুনহাট বাজার থেকে শষা নিয়ে খাজাডাঙ্গা গ্রামের দিকে যাচ্ছিল, ওখান থেকে আরো শষা নেবে বলে। প্রতিমধ্যে ট্রাকটি চলা অবস্থায় পাশ দিয়ে ঐ স্কুল ছাত্র পিছলে পড়ে যায় এবং বাম পাশের পিছনের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনা ঘটে।
ঘাতক ট্রাক ড্রাইভার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার তাঁতিপাড়া গ্রামের মৃত অজিত কুমার বর্মনের ছেলে বাসুদেব বর্মন (৩২) ও হেলপার একই জেলার দেবীগঞ্জ উপজেলার সেনহাটি ডাঙ্গাপাড়া গ্রামের মো. আনোয়ার ইসলামের ছেলে মো. বাসেদ ইসলাম (২০) এবং ঘাতক ট্রাক যার নং- ঢাকা মেট্রো- ট, ২৪-৪৩২৯ কে আটক করেছে রূপসা থানা পুলিশ।
এ রির্পোট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তর জন্য প্রস্তুতি চলছিল। স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আশে।