খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা রূপসা উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম বাজারে মোঃ আসলাম ঢালী ও ছেলে রানাকে মারপিট করে দোকান ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার রাত ৯টার পর আসলাম ঢালী গ্রাম মৈশাগুনী, থানা-রূপসা দোকান থেকে ইউপি সদস্য বাদশার বোন খাদিজা তার দোকানে গ্যাসের সিলিন্ডার নেয়। সিলিন্ডার লাগানো না হওয়ার কারনে খাদিজা আহতদের গালিগালাজ করতে থাকে।
সেই ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলে আবির শেখ ও বোন খাদিজা বেগমের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইউপি সদস্য মোঃ বাদশা ও তার দলবল নিয়ে এসে আসলাম ঢালীর মুদি দোকানে ঢুকে মারপিট ও ভাঙচুর করে।
ইউপি সদস্য বাদশার হামলায় আসলাম ঢালী ও তার ছেলে মোহাম্মদ রানা ঢালী আহত হয়, আহতদের মধ্যে আসলাম ঢালীর অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এসময় তাদে ৫০ হাজার টাকা খোয়া যায়।
গত ইউপি নির্বাচনে জয়ের পর থেকে ইউপি সদস্য মোঃ বাদশা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে এলাকা বাসির অভিযোগ।
এ ব্যাপারে রানা ঢালী বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply