এস.এম জাকারিয়া (মীরসরাই, চট্টগ্রাম)
চট্টগ্রামের মীরসরাইয়ে ঠাকুরদিঘী মহামায়া লেকের পাশ দিয়ে বয়ে যাওয়া রেল লাইনটি চরম অব্যবস্থাপনা, যেন কেউ দেখার নেই। লেনের এক পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন সড়কের দু’পাশে সতর্কতা বার থাকলেও তার কোন কার্যকারিতা নেই। অন্যদিকে রেল লাইন ধরে রেল চলাচল অবস্থায় সতর্কবার্তা চালু না থাকাতে ঐ রাস্তা ধরে চলাচলকারী একটি মাইক্রোবাসকে রেল লাইনের উপর প্রায় উঠে যেতে দেখা যাচ্ছে। ঠিক এইভাবে অন্যান্য সময় আরো চলাচলকারী অন্যান্য গাড়িও বিপদের সম্মুখীন হতে পারে,যাতে প্রান হানি সহ বহু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই স্থানে সচল অফিস আছে কিন্তু নেই রেল মাষ্টার তাই নিরাপত্তাও নেই।
এলাকাবাসীর সাথে কথা বলতে গিয়ে জানা গেছে, এই স্থানে এহেনও অবস্থা চলে আসছে দীর্ঘদিন। দেখারও কেউ নেই, ব্যবস্থা নেওয়াতো দূরে থাক। এই বিষয়ে যেন দ্রুত একটা সঠিক ব্যবস্থা নেওয়া হয় এলাকাবাসীর জোর দাবী।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply