ওয়াসিম আকরাম,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে বর্গা চাষী দুলাল মিয়ার দুই বিঘা জমির ধান কেটে দিল জেলা ছাত্র লীগের মাহাবুব হাসান ও তার কর্মীরা।বর্গা চাষী দুলাল মিয়া টাকার অভাবে ধান কাটাতে পারছেনা।এই খবর পাওয়া মাত্র মাহাবুব হাসান ছুটে যান বর্গা চাষী দুলাল মিয়ার নিকট।পরে ৮ই মে শুক্রবার সকাল ৮টার সময় থেকে দুই বিঘা জমির ধান কাটা শুরু করেন।
পরে দুপুর ১২ পর্যন্ত দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন।ছাত্রলীগ নেতা মাহাবুব হাসান বলেন,বরমী বরকুল মাঝিপাড়া গ্রামের অসহায় কৃষক দুলাল মিয়া উনি একজন বর্গা চাষী সে টাকার অভাবে ধান কাটতে পারতে ছিল না।আমি বিশ্বস্ত সূত্রে খবর পাই।তাই আমি আমার ছাত্রলীগের সবাইকে নিয়ে আমার স্ব উদ্যোগে,আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরর নির্দেশ, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ এবংআমাদের গাজীপুর ৩ আসনের অভিবাবক জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের নির্দেশ। উনার নির্দেশে আমি আমার ছাত্রলীগের ছেলেপেলেসহ উনার ধান কেটে দিতে আসছি।সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বর্গাচাষী দুলাল মিয়া বলেন,অভাবে আমি ধান কাটতে পারছিলাম না মাহাবুব হাসান তার পোলাপান নিয়া আমার ধার কাইটি দিতাছে। ছাত্রলীগের মাহাবুব হাসান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply