বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেছেন, রোহিঙ্গা নির্যাতন সাম্প্রতিক সকল বর্বরতার সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ সরকার মানবিকতার স্বার্থে রোহিঙ্গাদের সহযোগিতা করছে এবং এই সংকট সমাধানের চেষ্টা করছে।
তবে পাকিস্তান এই সংকট জিইয়ে রাখার চেষ্টা করছে।
আজ শনিবার সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স কক্ষে ‘রোহিঙ্গা সংকটের শেষ কোথায়’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
দেশের আলোচিত এই ইস্যু নিয়ে বৈঠকটির আয়োজন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম আহিদুজ্জামান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জিএম কাদের, আবুল হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, ইনাম আহমেদ, নজরুল ইসলাম, মেজর (অব.) আখতারুজ্জামান, স্থপতি মোবাশ্বির হোসেন, ড. বদিউল আলম মজুমদার, কর্নেল (অব.) জাফর ইমাম প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply