খালেদা নাহিদ :
কুড়িগ্রাম জেলার উপজেলা রৌমারীতে ৩৭টি চালকল তন্মধে ৩২টি অচল, ৫টি স্বচল। চালকল মালিকগণ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের চোখকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত সরকারি বরাদ্দ নিয়ে আসছিল। ইতি মধ্যে সংবাদপত্র কার্মীদের দৃষ্টিগোচর এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হলে বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিনে তদন্ত শুরু করেন।
সরেজমিন তদন্ত করার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রৌমারী কুড়িগ্রাম উখানি/রৌ/ কুড়ি/চাতাল/১৮/১৯/১৩২ নং স্বারকের রৌমারী উপজেলার সকল মিলারগণকে স্বস্ব মিলের অবকাঠামো আগামী ১০মে ২০১৯ তারিখের মধ্যে স্বচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিশেষ ভাবে অনুরোধ করেন। অন্যথায় মিলের লাইসেন্স বাতিল করার জন্য উদ্ধৃর্তন কর্তৃপক্ষকে অবহিত করার নোটিশ প্রদান করেন। রৌমারী উপজেলাবাসি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নোটিশের বাস্তবায়নে প্রত্যাশি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply