শওকত আলী মন্ডল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের প্রলোভন দিয়ে জনৈক যুবতীকে ধর্ষণকালে মনিরুজ্জামান বিজয় (১৮) কে হাতে নাতে আটক করেছে অভিভাবক। আটককৃত যুবক উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের প্রধান শিক্ষক ও চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের পুত্র। ৫ জানুয়ারী বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ৭ জানুয়ারী শনিবার রাতে রৌমারী থানায় যুবতীর পিতা বাদী হয়ে একটি ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের পাখিউড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের ২য় পুত্র মনিরুজ্জামান বিজয় বিয়ের প্রলোভন দেখিয়ে পুর্ব চরশৌলমারী গ্রামের জনৈক ব্যাক্তির কন্যার সাথে কয়েক মাস থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ঘটনার দিনগত রাতে যুবতীর ঘরে প্রবেশ করলে বিজয়কে হাতে নাতে আটক করে যুবতীর পিতা। এমতাবস্থায় অভিভাবক পর্যায়ে সামাজিক ভাবে মিমাংশার জন্য অপেক্ষা করেও ছেলের পক্ষের কোন লোক এগিয়ে আসে নি। বরং ছেলেকে উদ্ধারের লক্ষে থানায় অভিযোগ দেয়। পরে বিজয়কে মেয়ের বাড়ি হতে থানায় আনা হয়। পরে জানা যায়, মেয়ে ছেলেকে না পেয়ে গলায় রশি দিয়ে ঝুলার চেষ্টা করলে পরিবারের লোকজন তৎক্ষনাত রক্ষা করে। পরে রৌমারী হাসপাতালে সুস্থ করার লক্ষে ভর্তি করে যুবতীর পিতা বাদী হয়ে ধর্ষণের একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে যুবতীর পিতা বলেন, মেয়ে ফাঁসি দেয়ার চেষ্টা করলে আমি বাদী হয়ে রৌমারী থানায় একটি ধর্ষণের অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার জানান, প্রথমে বিজয়কে অভিভাবকের উদ্ধারের লক্ষে অভিযোগ দিলে উদ্ধার করে থানায় আনা হয়। পরে যুবতী ফাঁসি দেয়ার চেষ্টা করলে যুবতীর পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আটককৃত বিজয়কে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) মামলা নম্বর ৫ তারিখ ৮ জানুয়ারী ২০২৩। পরে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply