হৃদয় খান, রৌমারী থেকে :
ফুলবাড়ি থানার অভিযানে কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর ডাক্তারটারী গ্রামের জনৈক মোঃ বাবলু মিয়া, পিতা- মোঃ আনসার মৌলভী এর বাড়ির আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাজির মোড় থেকে চিলাখানা গামী পাকা রাস্তার উপরে তিনটি পোটলায় মোট ১২কেজি ৯০০গ্রাম গাঁজাসহ আসামি মোঃ শহিদুল ইসলাম, পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- অনন্তপুর(বালাবাড়ী), কাশিপুর ইউনিয়ন, পলাতক- মোঃ আমিনুল ইসলাম, পিতা- মোঃ আশরাফ আলী, সাং- অনন্তপুর (চান্দোলার পাড়)উভয় থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
অজ্ঞাতনামা ০১ জনকে উদ্ধার করা হয়। সাথে মাদক পরিবহনের চার্জার অটো, একটা মোবাইল, তিনটি স্কুল ব্যাগ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। মামলা রুজু। এছাড়াও রৌমারী থানার অভিযানে আসামী মোঃ শাহার আলী (৩৪), পিতা- মোঃ মকবুল হোসেন, গ্রাম- যাদুরচর চাক্তাবাড়ী, থানা- রৌমারী, কুড়িগ্রামকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের ১৭৪০ টাকাসহ আটক করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply