অদ্য ০৭/০৮/২০১৭ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ হতে ১৫.৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ গাউসুল আজম। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুর রহমান। এ সময় শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৭ (সতের) সদস্যকে আটক করা হয়। র্যাবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গাউসুল আজম আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দালাল চক্রের ১৩ (তের) সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড এবং ০৪ (চার) সদস্যকে অর্থদন্ড প্রদান করেন।
ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটককৃত ব্যক্তিদের নাম-ঠিকানা ও দন্ডের বিবরণ ঃ
১. মোঃ রাসেল (৩৬), পিতা- মৃত মফিজুল হাওলাদার, সাং- চরকালপাড়া, দৌলতখান, ভোলা। ৩ মাসের কারাদন্ড
২. মোঃ নুরুজ্জামান (৩৭), পিতা- মোঃ ইমদাদ মিয়া, সাং- শ্রী খন্ডিয়া, আশুলিয়া, ঢাকা। ১ মাসের কারাদন্ড
৩. মোঃ লাভলু (৩২), পিতা- আবদুর রাজ্জাক, সাং- ধুরাইল, থানা ও জেলা- মাদারীপুর। ১ মাসের কারাদন্ড
৪. মোঃ স্বপন (৪০), পিতা- আনোয়ার উল্লাহ, সাং- এখলাছপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর। ১ মাসের কারাদন্ড
৫. রেজাউল ইসলাম (৩২), পিতা- মৃত বকুল সরদার, সাং- নিজরা, থানা ও জেলা- গোপালগঞ্জ ১ মাসের কারাদন্ড
৬. রাহেলা বেগম (৪৫), স্বামী- মমিন উল্লাহ, সাং- নন্দুরা, থানা ও জেলা- নেত্রকোণা। ১ মাসের কারাদন্ড
৭. মোছাঃ সুফিয়া (৪০), স্বামী- নজরুল ইসলাম, সাং- পিপলডা, থানা ও জেলা- ঝালকাঠি। ১ মাসের কারাদন্ড
৮. মোঃ সেলিম (৩৫), পিতা- মোঃ আবদুল হামিদ, সাং- পূর্বহাটি, বাঞ্চারামপুর, বি-বাড়ীয়া। ১৫ দিনের কারাদন্ড
৯. নজরুল ইসলাম দুলাল (২৪), পিং- জাকির হোসেন, সাং- শিবগাথি, কাশিয়ানী, গোপালগঞ্জ ১৫ দিনের কারাদন্ড
১০. জীবন শিকদার (১৯), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- জাদুরচর, সাভার, ঢাকা। ১৫ দিনের কারাদন্ড
১১. মোঃ সুজন (২০), পিতা- আবেদ আলী, সাং- রুজমর্দা, বাঞ্চারামপুর, বি-বাড়ীয়া। ১০ দিনের কারাদন্ড
১২. মোঃ আবদুল হান্নান (৪৯), পিতা- নুরুল হক মুন্সি, সাং- সাইলা, থানা ও জেলা- গোপালগঞ্জ ৭ দিনের কারাদন্ড
১৩. মোঃ মনসুর আহমেদ (৪০), পিতা- নুর মোহাম্মদ, সাং- পদ্মামনুসা, বোরহান উদ্দিন, ভোলা ৭ দিনের কারাদন্ড
১৪. টুটুল শেখ (২৮), পিতা- মৃত শেখ সফর উদ্দিন, সাং- কাঁচকুরা, উত্তরখান, ঢাকা ২,০০০/- টাকা অর্থদন্ড
১৫. দেলোয়ার হোসেন (৩০), পিতা- মোহাম্মদ আলী, সাং- গাজীপুরা, আড়াইহাজার, নাঃ গঞ্জ। ২,০০০/- টাকা অর্থদন্ড
১৬. এনামুল হক সালু (৪১), পিতা- ফয়েজ উল্লাহ, সাং- শ্রীপুর, সেনবাগ, নোয়াখালী। ২,০০০/- টাকা অর্থদন্ড
১৭. রোজিনা বেগম (৩০), পিতা- সৈয়দ ইউসুফ, সাং- খেজুরা, বাকেরগঞ্জ, বরিশাল। ২,০০০/- টাকা অর্থদন্ড
ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।
Leave a Reply