লক্ষ্মীপুর (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাহস, বুদ্ধি আর বিশ্বাস এ তিনটি নিয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধূরী নয়ন। তিনি ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন জেলা পরিষদের উপ-নির্বাচনে শত বাঁধা পেরিয়ে ভোটে জিতে চেয়ারম্যান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে সালাম করেই ঘরে ফিরবেন। এর আগে নুর উদ্দিন চৌধূরী নয়ন জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড এবং আওয়ামী সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ভোট করার সিন্ধান্ত গ্রহণ করেন। শুধু তাই নয় ৫৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর মেয়র এবং কাউন্সিলরসহ প্রায় ৭শ’ ভোটারেরর মতামতের ভিত্তিতে তিনি এ নির্বাচনে অংশ নেবেন বলে জানা যায়। প্রসঙ্গতঃ গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব শামছুল ইসলাম। চলতি বছরের ১৪ জুলাই জ্বর ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১০ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply