এম.এ কাদের অপু, কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি :-
কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের এমপি ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ-সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম এমপি রবিবার সকাল থেকে লাকসাম-মনোহরগঞ্জের প্রায় ৪২ টি রাস্তার উদ্ভোধন করেন। ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার লক্ষে এমপি তাজুল ইসলাম যেনো একটি নক্ষত্র। লাকসাম-মনোহরঞ্জ এর মাটি ও মানুষ যেনো শুকরিয়া আদায় করছেন দীর্ঘদিন যাবৎ সংস্কার বিহীন পড়ে থাকা রাস্তা মেরামত করার উদ্বোধন করায়। পৌর সভার প্রায় প্রতিটি রাস্তার কাজ শেষ করে প্রতিটি রাস্তা মেরামত করার যে উদ্দ্যোগ নিয়েছেনন এই মহান এমপি, তাই সর্বস্তরের জনগণ সাধৃবাদ ও জানান তাজুল ইসলামকে।
এই দিকে, লাকসাম পৌরসভা ১ নং ওয়ার্ডের জংশন থেকে চুনাতী ও একই ওয়ার্ডের মিশ্রী প্রধান সড়কটি একদর বাজার পর্যন্ত এবং জংশন থেকে দরবেশ পাড়া বাজারের প্রধান সড়কটির মেরামত করার উদ্ভোধন করেন সাংসদ তাজুল ইসলাম। ১নং ওয়ার্ডের কাউন্সিলর এই মহান উদ্ধোগে এমপি তাজুল ইসলাম কে সাধুবাদ জানান, এবং তার নির্বাচিত ১নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের আকাংখাকে পূরন করতে পেরে কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ নিজেও খুশি ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান। উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার কে আবারো আগামী একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য আহবান জানান ১নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, তৌহিদুল ইসলাম রবিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply