মোঃ ইকবাল হোসাইন:
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। লাকসাম জংশন এলাকা থেকে শুরু করে খিলা বাজার পর্যন্ত প্রায় ১০কিঃমিঃ দূরত্বের মহাসড়কটির বিভিন্ন জায়গায় অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বর্ষার মৌসুমের শুরুতে-ই কয়েকদিনের বৃৃৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে বেহাল দশায় পরিনত হয়। ফলে পথচারীসহ পরিবহন যাত্রীরা প্রতিনিয়ত সড়কটিতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ সড়কে চলাচলরত যানবাহনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং দিনদিন দুর্ঘটনা বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যানবাহন চলাচলের ফলে লাকসাম জংশন, মিশ্রি, চাঁদপুর রেলগেইট, বাইপাস, ফতেপুর, চন্দনা বাজার, খিলা বাজার সড়কের মাঝখানেই সৃষ্ট গর্তগুলো হয়েছে মরণফাঁদ। বৃষ্টি হলে জমছে পানি। সূর্য উঠলে উড়ছে ধুলোবালি।এতে প্রতিনিয়ত ঘটছে প্রায় ছোট-বড় দুর্ঘটনা।
এতে পরিবহন চালক,পথচারী,ও পরিবহন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে, সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত যথাযত
ব্যবস্থা নেওয়ার অনুুরোধ করেন
Leave a Reply