এম, এ কাদের অপু, কুমিল্লা (দঃ জেলা) প্রতিনিধি : শেখ হাসিনার সরকার, বার বার দরকার। এই শ্লোগানটির দৃষ্টান্ত যেনো লাকসাম পৌরসভা। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনের এমপি, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলামের উদ্ধোগে,লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের প্রচেষ্টায় পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ’র নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পৌরসভা ১ নং ওয়ার্ড মিশ্রী গ্রামে রাস্তা মেরামতের জন্য দিন রাত খেটে যাচ্ছেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ উল্লাহ। সকাল ৬ টা থেকে কাউন্সিলর নিজে উপস্থিত থেকে কাজ করান জনগণের চলাচলের প্রধান এই রাস্তাটি। কাউন্সিলর তার ওয়ার্ডের জনগণের পাশে থাকার কথা ভুলে যায় নাই, তারই যেনো একটি উদাহরণ ভোর ৬ টা থেকে রাস্তা মেরামতকারীদের পাশে থেকে কাজ করা ও মেরামতকারীদের উৎসাহ দেওয়ার দৃশ্যটি সাধারণ জনগণের নজর কেড়েছে দারুন ভাবে। মেরামতকারীদের উৎসাহ দেওয়ার মাত্রা আরো বেড়ে যায় যখনই দেখতে পেলো পৌরবাসীর গর্ব, পৌরপিতা অধ্যাপক আবুল খায়েরের উপস্থিতি। পৌর পিতার এমন উপস্থিতি ও যেনো মেরামতকারীদের কাজের মাত্রা আরো বেড়ে যায়। পৌরপিতা অধ্যাপক আবুল খায়ের রিতিমতই জনগণের পাশে ছিলেন এবং জনগণকে আনন্দ দেওয়ার জন্য হাসি মুখ সব সময়ই ছিলো ও আজো ছিলো বিধায় মিশ্রী গ্রামের সর্বস্তরের জনগণের মূখে জয়ের গান গাইতে শোনা যায়।
এইদিকে পৌর মেয়র যখন উপস্থিত তার সাথেই উৎসাহের মাত্রা আরো বাড়িয়ে দিতে উপস্থিতছিলেন, মিশ্রী গ্রামের প্রিয় মুখ ১ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ফারুক, এএসএম ইমরান, মিশ্রী গ্রামের আমিনুল ইসলাম, আবুল কাশেম, সোয়াব আহমেদ, সাংবাদিক এম এ কাদের অপু সহ অনেকেই।
একই গ্রামে জনগণের উপকারার্থে তৈরী করে দেন একটি পুকুর ঘাটলা। ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে সোনার বাংলা গড়ার একটি রুপ লাকসাম পৌরসভা। সেই সাথে অত্র আসনের সাংসদ আলহাজ্ব তাজুল ইসলামের পরিশ্রমের ফল চোখ খুললেই দেখা যায় লাকসাম পৌরসভা সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট , বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মূলক রুপ দেখে।
পৌর ১ নং ওয়ার্ডের কয়েকটিরাস্তার কাজ মেরামত করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেন এই এলাকার কাউন্সিলর, যুব সমাজের অহংকার ডাঃ মোহাম্মদ উল্লাহ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply