শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

লার্জ ফার্মা “সহ বনানী গুলশান অভিজাত এলাকার ফার্মেসির কাছে মানুষ জিম্মি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০১৯
  • ১০৯ Time View

 শের এই গুল :

 

২৫ টাকার বেটনোভিট ক্রীম ৭৫ টাকা ১৫ টাকার ইনজেকশন ৫০০ টাকা ” ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা জিম্মি ” লার্জ ফার্মা”সহ অনেক ফামেসির কাছে সল্প পুঁজির ব্যবসাগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত ও সম্মানজনক ব্যবসা হলো ফার্মেসি ব্যবসা। এখানে পুঁজি বিনিয়োগ করে সহজেই লাভবান হওয়ার রয়েছে সুবর্ণ সুযোগ। ছোট বড় যে কোন বয়সী মানুষের রোগ আরোগ্যের জন্য দৈনন্দিন জীবনে ঔষধ একটি অন্যতম পন্য। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক ফার্মেসীতে অসাধুু ঔষধ ব্যবসায়ীরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।

 

এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে তদন্ত করে করে দেখা যায়,, শহরের প্রাণকেন্দ্র এলাকার স্বাস্থ্য সেবার প্রতিশ্রুুতি দিয়ে নির্লজ্জ ভাবে লুট করছে নগর বাসীকে । দেশের সুপ্রতিষ্ঠিত লাজ ফার্মার নাম এবং লোগো চুরি করে লার্জ ফার্মা নাম রেখে দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করে এসেছে। ভুক্তভোগীর অভিযোগ, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত ঔষধ ভেনটোলিন রেসপিরেটর সলিউশন এর মূল্য ১৭৩ টাকার পরিবর্তে বিক্রি করা হয়েছে ৩০০ টাকা।

 

এসময় সরেজমিনে ঔষধের মূল্য দ্বিগুন রাখার সত্যতা পাওয়া যায়। দ্বিগুন-তিনগুন দামে বিভিন্ন কোম্পানীর ঔষুধ বিক্রি করে এক সময়কার নাজ ফার্মার বড় ভাইয়ের দোকানের কর্মচারী মাহাতাব এখন কোটি কোটি টাকার মালিক। মিল্লাত সুপার মার্কেটে লার্জ ফার্মার কার্যক্রম শুরু হলেও এখন জামহুরিয়া মাদ্রাসা মার্কেটে লার্জ ফার্মা টু সহ নামে বেনামে অঢেল সম্পদের মালিক বনে গেছেন ।। হয়েছেন ফার্মেসী মালিকদের সংগঠনের নেতা ।।ক্ষমতার দাপটে মানুষের সাথে যাচ্ছে তাই প্রতারণা করছে ।।সম্প্রতি ফার্মেসী মালিকদের দৌরত্ম বন্ধে ভাম্যমান অভিযান শুরু হলে অদৃশ্য নির্দেশে ফার্মেসী বন্ধ করে ব্যবসায়ীরা ।

 

এছাড়া বিভিন্ন ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভদের সাথে আশোভন এবং অসৌজন্য আচরণ নিত্যনৈমিত্তিক ব্যাপার । ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের জিম্মি করে জোরপূর্বক প্রতিমাসে পার্সেন্টেজ আদায়ের অভিযোগ রয়েছে । আজ জিম্মি লার্জ ফার্মার কাছে । আসুন সবাই লার্জ ফার্মাকে বয়কট করি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়