এস এম ফোরকান মাহমুদঃ
আজ ০২/১০/২২ রোজ রবিবার লায়ন্স ক্লাব অফ ঢাকা সুপ্রভাত এবং লিও ক্লাব অফ ঢাকা সুপ্রভাত কিংস এর উদ্যোগে “অক্টোবর সার্ভিস মাস”কে কেন্দ্র করে আজকের সেবামূলক আয়োজন ছিলো ডেঙ্গু মুক্ত বাসস্থান গড়ে তোলা।
এ জন্য বিভিন্ন এলাকায় বজ্র অপসারণ সচেতনতা তৈরী, ডেঙ্গু মশা বিস্তার প্রতিরোধে সতর্কতা অবলম্বন নিয়ে প্রচারণা এবং সবশেষে মশক নিধন স্প্রে করা হয়।
এবং একই সাথে জনসাধরণের মাঝে করোণা সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ সুপ্রভাত এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট লায়ন মাসুম বিল্লাহ, লায়ন মোজাম্মেল হক সুমন, লিও ক্লাব অফ ঢাকা সুপ্রভাত কিংস এর প্রেসিডেন্ট লিও আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য লায়ন্স ও লিও সদস্যবৃন্দ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply