বিনোদন ডেস্ক:
ভারতে চলছে লোকসভা নির্বাচন।এবারের নির্বাচনে বলিউডের অনেক তারকাই নির্বাচনে প্রার্থী হয়েছেন।এছাড়া আমির খান ও সালমান খান ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।কিন্তু বলিউডে কয়েকজন তারকা আছেন, যাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই।
এই তালিকায় প্রথমেই উঠে আসে বিটাউনের ‘খিলাড়ি অভিনেতা’ অক্ষয় কুমারের নাম। তার পাসপোর্ট আর নাগরিকত্ব কানাডার।
এ কারণে অক্ষয়ের ভারতীয় ভোটাধিকার নেই।এদিকে আরেক বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনও ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন।
কারণ তার জন্ম হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেনে।জন্মের এক বছর পর দীপিকা ভারতে আসেন।দীপিকার বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে।বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফও আছেন এই তালিকায়।তিনি ব্রিটিশ নাগরিক।
তাই এ দেশে তার ভোট দেওয়ার অধিকার নেই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply