মোঃ বুলবুল খান, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি :
গাছ লাগান,পরিবেশ বাঁচান। জীবণ বাঁচাতে গাছের জুড়ি নেই। আর হ্যাঁ,এ জন্যেই নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী নড়াইল জেলার সর্বত্র সবুজ-ছায়ার বিপ্লব ঘটনাতে গাছের চারা রোপণের মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। আর এই সামাজিক কাজে এগিয়ে এসেছেন অনেক শিল্পপতি, সমাজ সেবক, রাজণীতিবীদ, ব্যবসায়ি। সবারই উদ্যেশ্য স্বপ্নের নড়াইল গড়তে নিজেকে সামিল রাখা। শনিবার নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি ও বিশিষ্ট সমাজ সেবক লোহাগড়ার কৃত্রি সন্তান শিক্ষানুরাগী শেখ মোঃ আমিনুর রহমান হিমু তার অফিসে নড়াইলের জেলা প্রশাসকের প্রতিনিধি জাকির হোসেনের হাতে গাছের চারা রোপণের জন্য তিন লাখ টাকার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ,ইউ,এস,এম সাইফুল্লাহ, সুরাইয়া গ্রুপের ম্যানেজার শেখ এনামুল হক, আমিনুল আলম রিটুল প্রমুখ। শেখ মোঃ আমিনুর রহমান হিমু এ প্রসঙ্গে বলেন, আমার জন্ম নড়াইলে। নড়াইলের মানুষ গাছের সবুজ ছায়ার নিচে শান্তিতে বসবাস করবে এটাই আমার শান্তি। গাছের চারাগুলি ধীরে ধীরে যেমন বড় হবে,তেমনি নড়াইলের মানুষের সব স্বপ্নও বড় হবে। নড়াইল থেকে বেকারত্ব ঘুচবে খুব তাড়াতাড়ি। সন্ত্রাস, মাদকে কোন যুবকই আর আসক্ত হবে না। সবাই ভাল কর্মের মাধ্যমে নড়াইলের উন্নয়নের কথা ভাববে। সূত্র জানায় নড়াইলের পরিবেশ রক্ষায় এ টাকা দিয়ে ত্রিশ হাজার গাছের চারা কেনা হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply