রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শরীফ মনিরুজ্জামান মনির দরিদ্রদের মধ্যে কম্বল এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে টিশার্ট,গেঞ্জি বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামে নিজ কার্যালয়ে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন।এর আগে তিনি টিশার্ট,গেঞ্জি বিতরণ করেন।
জানা গেছে, নড়াইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনির দরিদ্রদের মধ্যে প্রায় দ্ইু হাজার কম্বল এবং ছাত্রলীগ ও যুবলীগের দুই হাজার নেতা-কর্মীর মধ্যে উন্নতমানের টিশার্ট ও গেঞ্জি বিতরণ করেন। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, দরিদ্রদের চিকিৎসা, শিক্ষার্থীদের সহযোগিতা সহ সকল ক্ষেত্রেই তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বলে সূত্র জানায়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ পারভেজ, আওয়ামীলগি নেতা সরদার আব্দুল হাই, যুবলীগ নেতা শাহিদুল ইসলাম সাবু সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply