লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” নামক ১২০ কপি বই প্রদান করা হয়েছে। নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনির নিজ অর্থায়নে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্ট্যাফদের জন্য এ বই প্রদান করেন।
জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অডিটোরিয়ামে বুধবার সকালে আলোচনাসভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এস,এম এনামুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনির, কলেজের অধ্যাপক বদরুদ্দৌজা বাবলু, তারেক আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুজ্জামান মাসুদ, যুবলীগ নেতা শাহিদুল ইসলাম সাবু প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবক শরীফ মনিরুজ্জামান মনির কলেজের অধ্যক্ষ এস,এম এনামুল কবীর এর হাতে ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” নামক ১২০ কপি বই প্রদান করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply