বাবুল হোসেন বাবলা, (চট্ট্রগাম):
চিটাগাং চেম্বার অব কমার্স ওসোসাইটি অফ চিটাগাং আইটি প্রপোশনাল এর যৌথ আয়োজনের ৩দিনের এসএমই ফেয়ার আগ্রাবাদস্থ দি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার থেকে শুরু হবে বলে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা জানিয়েছেন মেলার আহবায়ক ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহম্মদ।
এসময় মেলার সার্বিক তথ্য জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি মাহবুবুর আলম।আইটি স্পন্সর প্রতিষ্ঠানের সভাপতি মোঃআব্দুল ফরিদ,সেক্রেটারী সাইফুল ইসলাম মাহিন,নোকিয়ার রিজিওনাল বিজনেস ডেভ:অফিসার মোঃ মোজাম্মেল স্মাট টেকনোলজির রিজি:কর্পো হেড কাজী মোঃ রাসেল।
চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন.মাহফুজুল হক শাহ.এম.এ মোতালেব,অজ্ঞন শেখর চৌধুরী। শনিবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেলাতে প্রবেশ সম্পূন্ন ফ্রি এবং আগত দর্শানার্থীদের জন্য বিশেষ ছাড়ে ডিজিটাল সামগ্রী এবং আইটির সম্পর্কে বিশেষ সেমিনার,আইটি গেমস সহ নানাবিদ আয়োজনের লক্ষে ৫১টি প্রতিষ্টানের আইটেম ৩দিনের ফেয়ারে প্রদর্শন করবে আন্তর্জাতিক প্রতিষ্টান গুলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি মাহবুবুর আলম বলেন,ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র এই চট্ট্রগ্রাম কে আইটিতে আর্থিক জোনের এগিয়ে রাখতে আইটি পার্ক স্থাপনের কাজও এগিয়ে যাচ্ছে বলে জানান।এছাড়া টেকনোহাব প্রতিষ্ঠা সময়ের জোর দাবি বলে জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply