মো: নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।
শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ করার আয়োজন করা হয়। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের তিন ধাপে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।
বিজয়ী নির্বাচিত শপথ গ্রহণকারীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম অ্যাডভোকেট (চেয়ারম্যান), উপজেলা পৌর যুবলীগের আহবায়ক মনিরুল ইসলাম বাবু (ভাইস চেয়ারম্যান), টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আলিফ নুর মিনি।
আব্দুল হালিম টানা দ্বিতীয়বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply