শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকার্টিতে মায়ের হাতে খুন হয়েছে ১৫ দিনের শিশু বাচ্চা।
পুলিশ ঘাতক শিশুটির মা খালেদাকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি হাওলাদার কান্দ্রির জয়নাল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেনের সাথে একই ইউনিয়নের আবুল মাতবরের মেয়ে খালেদার ২০০৬ সালে বিয়ে হয়।। বিয়ের কয়েক বছরে ৪ টি সন্তান হয় খালেদার গর্ভে।
কিন্তু স্বামী ২০১৫ সালে সংসারের সুখের আশায় বিদেশে মালদ্বীপ চলে গেলে স্ত্রী খালেদা তার ছোট দেবর মনির হোসেনের সাথে অবৈধ সম্পক্ষে লিপ্ত হয়। স্বামী বিল্লাল মালদ্বীপ হতে বাড়ি আসলে তার স্ত্রী গর্ভে ৮ মাসের সন্তান দেখতে পায় পরে শেই সন্তান জন্মনিলে এলাকার মানুষ ব্যভিচারী বলে বুধবার সকালে ১৫ দিনের নিস্পাপ শিশুটিকে ওষুধ খাইয়ে হত্যা করে।
এব্যাপারে ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply