শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার সদর পালং উপজেলার শরীয়তপুর পৌরসভার আদর্শ বান গৃহিনী ও সমাজসেবিকা আওয়ামীলীগ নেতি সিসেস.সম্পা ইসলামের উদ্যোগে তার পরিবারের ঈদেও মার্কেটের টাকা দিয়ে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালিন কর্মহীন অসহায় গরিব দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন।
শনিবার সকালে শরীয়তপুর পৌরসভার হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এই সময় শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতয়াল,পৌরসভা আওয়ামীগের সভাপতি মোঃ জাহাঙ্গির মৃধ্যা,পালং মডেল থানা ভারপার্প্ত কর্মকর্তা মোঃ আসলামউদ্দিন এড. তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শরীয়তপুর পৌরসভার দিনমজুর ও নিন্ম আয়ের মানুষেরা কর্মহীন হয়ে কষ্টে রয়েছে। এ কষ্ট দূরীকরণে মিসেস সম্পা ইসলামের স্বামী এ্যাডঃ তাইজলু ইসলাম তার পরিবারের জন্য ঈদেও মারর্কেট করার জন্য টাকা দিলে শে টাকাদিয়ে ১শত ৫০ দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের তালিকা করে চাল, ডাল,আলু,পেঁয়াজ,চিনি,সেমাই দুধ,তেল ও সাবান দেয়ার হয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply