ঈদে বড় পর্দা কাঁপাতে আসছে শাকিব-বুবলীর ‘রংবাজ। ‘ বহুল আলোচিত ছবি রংবাজের প্রথম গান মুক্তি পেয়েছে গতরাতে। সুইজারল্যান্ডের মনোরম লোকেশনে দু’দিনব্যাপী রোমান্টিক এ গানটির শুটিং হয়েছে।
মুক্তির পরেই আলোচনায় রয়েছে গানটি। গানের গায়কীর চেয়ে দর্শকদের মুগ্ধ করেছে শাকিব বুবলীর স্ক্রিনিং। রোমান্টিক এই গানে শাকিব-বুবলী ধরা দিয়েছেন অধিক রোমান্টিসিজম নিয়ে। ‘রংবাজ’ ছবিটি পরিচালনা করছিলেন তরুণ পরিচালক শামীম আহমেদ রনি। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আদেশ না মানায় সমিতি রনির সদস্যপদ বাতিল করে। এরপর এ ছবির প্রযোজক ও পরিচালক সমিতির সমঝোতায় বাকি অংশ কাজ করার দায়িত্ব নেন আবদুল মান্নান।
‘ঘুম আমার’ গানটি গেয়েছেন জুবিন ও প্রশমিতা। রুপরঙ ফিল্মস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।
আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, অমিত হাসান, নুতন ও শিবা শানুসহ অনেকেই।
সোশ্যাল মিডিয়া মুগ্ধতা প্রকাশ করে অনেকেই লিখেছেন নানা মন্তব্য। জাকির হোসেন নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘খুব সুন্দর ছিল গানটা খুব ভালো লাগছে আমরা আরও শাকিব বুবলি জুটিকে দেখতে চাই বুবলিকে দেখতে চাই পুরাই অস্থির। ‘
আরেকজন লিখেছেন, ‘এত সুন্দর গান ??? আর কোনো কথা না বলে, এর পরে আরো একটি অসাধারণ রোমান্টিক গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ শাকিব ভাই। ‘
গানটি ২৪ ঘণ্টার আগেই প্রায় সাড়ে ৫ লাখ দর্শক দেখেছেন।
দেখুন ভিডিওতে
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply