গাজী আরিফুর রহমান, বরিশাল :
ঝালকাঠির নলছিটিতে মো. দেলোয়ার হোসেন শাহিন ( ৩৫ ) নামে এক যুবককে ব্যবসায়ী কাজে বাধা দেয়া ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার স্ট্রীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন শাহিন উপজেলার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
মারধরের ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে বুধবার রাতে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, দেলোয়ার হোসেন শাহিন কুলকাঠি ইউনিয়নের ফকির বাড়ীর বাজার সংলগ্ন এলাকায় ও মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় ড্রেজারের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ভরাটের কাজ করে আসছিল। বুধবার বিকাল আনুমানিক সাড়ে চারটায় মো. হেমায়েত খলিফার ছেলে মো. শাকিল খলিফা অজ্ঞাত পরিচয়ের আরও তিন চার জনকে সাথে নিয়ে মালুহার স্ট্রীল ব্রীজের পশ্চিম পার্শ্বে গিয়ে শাহিনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে টানাহেঁচড়া করে তাঁর পকেটে থাকা নগদ ১২ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply