বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন

শান্তির কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৫৩ তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৫৩ Time View

মো ঃ মনির হোসেন (তুরাগ সংবাদদাতা )ঃ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির কামনা করে প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চটের ছামিয়ানার নিচে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ নদের পাড়ে অনুষ্ঠিত ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। রোববার সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়ে ১০ টা ৪৫ মিনিটে এই মোনাজাত শেষ হয়। এর মধ্যে ১১ মিনিট আরবিতে এবং ১৫ মিনিট বাংলায় মোনাজাত হয়। এবার আরবি ও বাংলায় মোনাজাত পরিচালনা করেছেন তাবলীগের শূরা সদস্য ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ জোবায়ের। এর আগে ফজরের নামাজের পর থেকে তাবলীগ জামাতের মুরব্বীরা বয়ান শুরু করেন। এর পর চলে হেদায়েতি বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন । ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে বিশ্ব ইজতেমার শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই জড়ো হতে থাকেন। বাস, ট্রাক, ট্রেন, কাভার্ডভ্যান যে যেভাবে পারেন, শীতের তীব্রতা উপেক্ষা করে ছুটে এসেছেন ইজতেমাস্থলে।ঢাকা থেকেই এই মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে গত শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয় ইজতেমার শেষ পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।আখেরি মোনাজাত উপলক্ষে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন এলাকায় শনিবার মধ্যরাত থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে গাজীপুর জেলা পুলিশ। মুসল্লীদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠসংলগ্ন ঢাকার আব্দুল্লাহপুর, কামারপাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও মীরেরবাজ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা এস.এম. রাহাত হাসনাত জানান, ভিড়ের কারণে যারা মূল ময়দানে যেতে পারবেন না, আখেরি মোনাজাতে তাদের শরিক হতে টঙ্গীর মধুমিতা রোড, টঙ্গী বিসিক এলাকা, নোয়াগাঁও এবং চেরাগআলীর বিভিন্ন শাখা সড়কে মোনাজাতের মাইকের সঙ্গে পর্যাপ্ত মাইকের সংযোগ দেয়া হবে। একই সংখ্যক মাইক ঢাকা অংশেও সংযোগ দেয়া হবে। জেলা তথ্য কর্মকর্তা মো. রাহাত হাসনাত জানান, মুসল্লীদের পরিবহনের জন্য বিআরটিসির দুই শতাধিক বাস দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করবে। ইজতেমায় মুসল্লীদের জেলা পুলিশের উদ্যোগে রয়েছে ১৫টি শাটল বাস। এছাড়া ১৯টি বিশেষ ট্রেন চলাচল করবে। সব আন্তঃনগর ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে।বিদেশি মেহমান এ পর্বেও শনিবার বিকেল পর্যন্ত নতুন করে ৯০টি দেশের প্রায় সাড়ে চার হাজার মেহমান এবং প্রথম পর্বের কিছু মেহমানসহ ইজতেমা মাঠে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বিদেশি মেহমান অবস্থান করছেন বলে ইজতেমার আয়োজক ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা যায়। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দু’পর্বের ৫৩তম বিশ্ব ইজতেমা। এরই মধ্যে দেশের নির্ধারিত ১৬ জেলার মুসল্লীরা ময়দানে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন। আগত মুসল্লীদের কাছ থেকে দোকানিরা যাতে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তারা বিভিন্ন খাবারের দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের গুণগত মান যাচাই করে কোনো সমস্যা পেলে জরিমানা আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানের নিরাপত্তাসহ যাবতীয় কর্মকা- পরিচালনার জন্য ৭৫টি সংস্থা কাজ করছে। যা সার্বিক মনিটরিং করছে গাজীপুর জেলা প্রশাসন। উল্লেখ্য যে ,টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার শীর্ষ মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, প্রতিবছর যেভাবে আনুষ্ঠানিকতা পালন করে যৌতুকবিহীন বিয়ে হতো তা আর হচ্ছে না। যৌতুকবিহীন বিয়ে সংশ্লিষ্ট এলাকার মসজিদে মসজিদে হবে বলেও জানান তিনি। ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লীরা এলাকাবাসীকে মোনাজাতে শরিক হতে গাজীপুর ও ঢাকা জেলা তথ্য অফিসের উদ্যোগে শতাধিক মাইকের সংযোগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়