মাসুদ মোশাররফ, শাহজাদপুর-চলনবিল প্রতিনিধি ঃ
শাহজাদপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবীতে শহরে ব্যাপক পোস্টারিং করা হয়েছে। জেলার দাবী সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। ফলে শহরের গুরুত্বপূর্ণ স্থান মোড়,দেয়াল,অফিস, আদালতের সামনে জেলার দাবী সম্বলিত পোস্টার শোভা পাচ্ছে। শাহজাদপুরকে জেলা ঘোষণার দাবীতে ফেজবুকেও ঝড় উঠেছে। ক্রমশ এ দাবী জনসাধারণের প্রাণের দাবীতে পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিনই এ দাবীতে মিছিল, মিটিং, সমাবেশ ও মানববন্ধন করা হচ্ছে। শাহজাদপুরবাসি জেলার দাবীতে চরম ভাবে সোচ্চার হয়ে উঠেছে। শাহজাদপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবীতে আন্দোলনকারী নেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আব্দুল আলীম বলেন,শাহজাদপুর,বেলকুচি,চৌহালি,বেড়া,সাথিয়া ও ফরিদপুর উপজেলাকে নিয়ে এ নতুন জেলা গঠিত হলে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। সেই সাথে সরকারেরও রাজস্ব আয় অনেক গুণ বৃদ্ধি পাবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠি আরো অগ্রসরমান হবে। এ ছাড়া শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং দরিদ্রতার হার কমে যাবে। তারা আরো জানান বৃটিশ আমলে বৃহত্তর শাহজাদপুরকে ভেঙ্গে ৩টি থানা গঠন করা হয়েছিল। ওই ৩টি থানা সহ আরো যে ৩টি থানাকে নতুন এ জেলায় অন্তর্ভূক্ত করার দাবী করা হচ্ছে তার যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন,বেড়া,সাথিয়া ও ফরিদপুরের মানুষের তাঁত শিল্প কেন্দ্রীক ব্যবসা-বাণিজ্যের এখন কেন্দ্রবিন্দু শাহজাদপুরের কাপড়ের হাট। এ ছাড়া এ থানা গুলো শিল্প-সাহিত্য ও সংস্কৃতি এক এবং অভিন্ন। তাই নতুন এ জেলায় তারা অন্তর্ভূক্ত হলে তাদের ব্যবসা বাণিজ্যর ও শিল্প সংস্কৃতির আরো প্রসার ঘটবে। তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠি আরো সামনে অগ্রসরমান হবে। এ ছাড়া ভোটের হিসাবেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই বর্তমান আওয়ামী সরকারের এ পদক্ষেপ হবে সময় উপযোগী। তাই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই শাহজাদপুরকে নতুন জেলা ঘোষণা করে তা দ্রুত বাস্তবায়ন করা হলে তারাই বেশি লাভবান হবেন বলে তারা মন্তব্য করেন। এবং দ্রুত এ দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply