চবি প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামী ও বিশ^বিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। সোমবার বিকাল ৫ টায় বিশ^বিদ্যালয় জিরো পয়েন্টে এক ব্রিফিংয়ে অবরোধের ঘোষণা দেন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাবেক সভাপতি আলমগীর টিপু। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
উল্লেখ্য, দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় ৬ সপ্তাহের জামিন শেষে মূখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে আত্মসমর্পন করে জামিন চান বিশ^বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সোমবার দুপুর ১২ টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ও টায়ার জ¦ালিয়ে প্রতিবাদ করে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের একাংশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply