আল-আমিন হোসাইন;পিরোজপুর প্রতিনিধিঃ
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিক্ষার্থীদের সঠিক পৃষ্ঠপোষকতা দিয়ে আগামীদিনের যোগ্য খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা সরকার সর্বদা ক্রিড়াকে প্রাধান্য দিয়ে থাকেন। তিনি মনে করেন সুস্থ জাতি, সুস্থ দেহ, সুস্থ মোন গরতে হলে ক্রীড়া চর্চার কোন বিকল্প নাই। মন্ত্রী সোমবার(১৯সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের যথাযথ পৃষ্ঠপোষকতা দিন যাতে তারা ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের নাম উজ্জল করতে পারে। পিরোজপুর জেলায় অনেক নামিদামী ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠকের জন্ম হয়েছে। আমরা এর ধারা অব্যহত রাখতে চাই। ক্রিড়া নৈপুণ্যের মাধ্যমে আমাদের সন্তানের যেন এই জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে সে লক্ষ নিয়ে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, খেলায় জয় পরাজয় শেষ কথা নয়, প্রতিযোগিতায় অংশ নেয়াই প্রধান লক্ষ। তোমরা সবসময় অদম্য গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। খেলায় হারজিত হবে তার জন্য মনোবল হারালে চলবে না।
পিরোজপুরের জেলা প্রশাসক জাহেদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইদুর রহমান, মোল্লা আজাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন প্রমুখ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply