Amar Praner Bangladesh

শিক্ষার মান উন্নয়নে কুমিলা আইএইচটি এন্ড ম্যাটস্ এর শিক্ষকদের মতবিনিময় সভা

মোঃ আবদুল আউয়াল সরকার:

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত কুমিলা ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর শিক্ষকদের অংশগ্রহনে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ এপ্রিল) সকালে কুমিল­া নগরীর রামমালা রোড ঠাকুরপাড়া প্রতিষ্ঠানের সভাকক্ষে অধ্যক্ষ ডাঃ এ.কে.এম আব্দুস সেলিম সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম (বি-বাড়ীয়া ম্যাটস্), সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, অধ্যাপক আলী আহসান টিটু, সহকারী অধ্যাপক পিযুষ কান্তি সরকার, সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম, ইংরেজী প্রভাষক রেহেনা শিরিন, শিক্ষক ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আব্দুল আউয়াল, প্রভাষক আব্দুল মান্নান তালুকদার প্রমূখ।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষকদের পেশাদারী দক্ষতা অর্জন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।