শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে কালাম ঘরামী (২৯) নামে এক যুককের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী, পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় কালামকে। বৃহস্পতিবার ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালাম এই এলাকার নুরু ঘরামীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত ১১টার দিকে জরুরী কথা আছে বলে কালামকে বাড়ি থেকে ডেকে নেয় চাচাতো ভাই হারুন ঘরামী। পরে রাতে কালাম আর বাড়িতে ফিরে আসেনি। ভোরে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি বাগানে কালামের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।স্বজনদের দাবী, পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে কালামকে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা। এদিকে হত্যার রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, মামলার পরে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সট: মো. আবির হোসেন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), মাদারীপুর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply