শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলা কলেজ মোড়ে TVS আল- হেরা মটরস শো রুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচরের পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, আল- হেরা মটরসের পরিচালক মো: ফজলু ভাই,নজরুল ভাই, রেজা তৌহিদ মাস্টার, সাংবাদিক নাছিম ও আমি সাংবাদিক মিরাজ এ ছারাও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
আল- হেরা মোটরস এর পরিচাল মো: ফজলু সাহেব বলেন, আপনারা আমাকে দোয়া ও সহযোগীতা করবেন আমি যেন ন্যায়নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply